৩৩ টি বিশাল আকারের তেলিয়া ভোলা ধরা পড়লো মতসজীবিদের জালে । প্রায় এক কোটি টাকার তেলিয়া ভোলা মাছ উঠল দীঘা মোহনার মৎস আড়তে। প্রচুর পরিমাণে ওঠা তেলিয়া ভোলা মাছ দেখতে ভিড় জমে যায় উৎসুক মৎস্যজীবী ও পর্যটকদের। স্থানীয় সুত্রে জানা যায়, এই দীঘা মোহনায় এই দিন মা বাসন্তী নামে একটি ট্রলার থেকে ৩৩ টি বিশাল আকারের তেলিয়া ভোলা উঠেছে। এর এক একটির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
এর আগে মাঝে মধ্যেই একটা দুটো করে তেলিয়া ভোলা মাছ উঠেছে মৎস্যজীবিদের জালে ।তবে এই বার প্রথম ৩৩ টি তেলিয়া ভোলা উঠলো মা বাসন্তী নামের একটি ট্রলারে। প্রায় এক কোটি টাকার মাছ এই ট্রলারে ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দীঘা মোহনার মৎস্য বাজারে।
জানা গেছে এই তেলিয়া ভোলা মাছ গুলির প্রতি কেজি ওজনের বাজার মূল্য ১২ হাজার ৬০০ টাকা করে। সেই হিসাবে মৎস্যজীবিদের জালে ওঠা ৩৩ টি মাছের মূল্য প্রায় এক কোটি টাকা। এক একটি মাছের মূল্য প্রায় তিন লক্ষ টাকা করে।
আর ও পড়ুন ক্রেতা সেজে দুই অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করলো পুলিশ
স্থানীয় ব্যাবসায়ীরা জানিয়েছেন এর আগে একটি দুটি উঠতে দেখা যেত তাতেই চাঞ্চল্য ছড়াত। এখন এককালীন ৩৩ টি মাছ দেখতে দীঘা মোহনার মৎস্য বাজারে উৎসুক মৎস্যজীবী ও পর্যটকদের ভিড় জমান। মাছগুলো বিক্রয়ের জন্য দীঘা মোহনার শ্যামসুন্দর দাসের আড়ৎএ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই একসঙ্গে এতোগুলি তেলিয়া ভোলা ওঠায় উতসাহী জনতার ভীড় বেড়েছে দীঘা মোহনার বাজারে।
উল্লেখ্য, ৩৩ টি বিশাল আকারের তেলিয়া ভোলা ধরা পড়লো মতসজীবিদের জালে । প্রায় এক কোটি টাকার তেলিয়া ভোলা মাছ উঠল দীঘা মোহনার মৎস আড়তে। প্রচুর পরিমাণে ওঠা তেলিয়া ভোলা মাছ দেখতে ভিড় জমে যায় উৎসুক মৎস্যজীবী ও পর্যটকদের। স্থানীয় সুত্রে জানা যায়, এই দীঘা মোহনায় এই দিন মা বাসন্তী নামে একটি ট্রলার থেকে ৩৩ টি বিশাল আকারের তেলিয়া ভোলা উঠেছে। এর এক একটির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।