তেলেগু ছবির এই অভিনেতার পারিশ্রমিক বেড়ে হলো ৬০ কোটি টাকা

তেলেগু ছবির এই অভিনেতার পারিশ্রমিক বেড়ে হলো ৬০ কোটি টাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
তেলেগু
তেলেগু ছবির এই অভিনেতার পারিশ্রমিক বেড়ে হলো ৬০ কোটি টাকা
ছভি সংগ্রহে সাইন টিভি

 

তেলেগু ছবির এই অভিনেতার পারিশ্রমিক বেড়ে হলো ৬০ কোটি টাকা । তেলেগু পরিচালক হরিশ শংকর তাঁর ২৮তম সিনেমার কাজ করছেন। আর এ সিনেমার নায়ক পাওয়ার স্টার পবন কল্যাণ। এই  ছবির  নির্মাতা টুইটারে পবনের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন। সিনেমার নাম ‘ভবদেয়ুদু ভগৎ সিং’। জানা গিয়েছে,  পবন কল্যাণের নতুন এ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। যদি অনেকে বিশ্বাস করেন, তবে পবন কল্যাণ তাঁর পারিশ্রমিক ১০ কোটি টাকা  বাড়িয়েছেন। অর্থাৎ নতুন এ সিনেমার জন্য তিনি নিচ্ছেন ৬০ কোটি টাকা।

 

আর ও  পড়ুন    সৌরভ গাঙ্গুলিকে নিয়ে এবার কী তৈরি হতে চলেছে ? জেনে নিন

 

বিভিন্ন খবরে প্রকাশ, পবন কল্যাণ তাঁর সবশেষ সিনেমা ‘ভাকিল সাব’-এ ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যেটি পরিচালনা করেছিলেন বেনু শ্রীরাম। সিনেমাটির সাফল্যের পরে তেলেগু তারকা পবন তাঁর পারিশ্রমিক বাড়িয়েছেন।

 

তবে মৈত্রী মুভি মেকার্সের ব্যানারে ‘ভবদেয়ুদু ভগৎ সিং’ প্রযোজনা করছেন নবীন ইয়ারেনি এবং ওয়াই রবি শংকর। সম্পাদনা করবেন ছোটা কে প্রসাদ। ২০১২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘গাব্বার সিং’-এর পরে হরিশ শংকরের সঙ্গে দ্বিতীয় বার জুটি বাঁধছেন পবন কল্যাণ।

 

উল্লেখ্য, তেলেগু পরিচালক হরিশ শংকর তাঁর ২৮তম সিনেমার কাজ করছেন। আর এ সিনেমার নায়ক পাওয়ার স্টার পবন কল্যাণ। এই  ছবির  নির্মাতা টুইটারে পবনের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন। সিনেমার নাম ‘ভবদেয়ুদু ভগৎ সিং’। জানা গিয়েছে,  পবন কল্যাণের নতুন এ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।

 

যদিও অনেকে  বিশ্বাস করেন, তবে পবন কল্যাণ তাঁর পারিশ্রমিক ১০ কোটি টাকা  বাড়িয়েছেন। অর্থাৎ নতুন এ সিনেমার জন্য তিনি নিচ্ছেন ৬০ কোটি টাকা। মৈত্রী মুভি মেকার্সের ব্যানারে ‘ভবদেয়ুদু ভগৎ সিং’ প্রযোজনা করছেন নবীন ইয়ারেনি এবং ওয়াই রবি শংকর। সম্পাদনা করবেন ছোটা কে প্রসাদ। ২০১২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘গাব্বার সিং’-এর পরে হরিশ শংকরের সঙ্গে দ্বিতীয় বার জুটি বাঁধছেন পবন কল্যাণ।

 

পবন কল্যাণ তাঁর সবশেষ সিনেমা ‘ভাকিল সাব’-এ ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যেটি পরিচালনা করেছিলেন বেনু শ্রীরাম। সিনেমাটির সাফল্যের পরে তেলেগু তারকা পবন তাঁর পারিশ্রমিক বাড়িয়েছেন। অনেকে বিশ্বাস করেন, তবে পবন কল্যাণ তাঁর পারিশ্রমিক ১০ কোটি টাকা  বাড়িয়েছেন। অর্থাৎ নতুন এ সিনেমার জন্য তিনি নিচ্ছেন ৬০ কোটি টাকা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top