তেলেঙ্গানায় বিষমদ খেয়ে অসুস্থ বহু মানুষ!

তেলেঙ্গানায় বিষমদ খেয়ে অসুস্থ বহু মানুষ!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেশ -প্রথমে তামিলনাড়ু, তারপর তেলেঙ্গানা। বিষমদ খেয়ে একের পর এক অসুস্থতার খবর। এখনও পর্যন্ত তেলেঙ্গানাতে ৫৮ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে সূত্রের খবর। আতঙ্কিত গ্রামের মানুষজন। অসুস্থদের ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। তামিলনাড়ুতে গত বছরই বিষমদ খেয়ে মৃত্যু হয়েছিল ৫৫ জনকে।আক্রান্তদের শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়, বাঁশওয়াড়া ও নিজামবাদের হাসপাতালে। এই ঘটনার পরই তদন্ত শুরু করে তেলেঙ্গানার আবগারি বিভাগ। এই গ্রামে থাকা মদের দোকানগুলি থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজ। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয় সাব কালেক্টরের তরফ থেকে। প্রাথমিকভাবে ভেজাল মদ বিক্রির সঙ্গে জড়িতদের দোকানগুলোর লাইসেন্স বাতিলের নির্দেশও দেওয়া হয় ইতিমধ্যেই।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থরা। গ্রামবাসীদের তরফ থেকে জানানো হয়েছে, মদ খাওয়ার পর অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন অনেকেই। যা দেখে রীতিমতো ভয় পেয়ে যান প্রত্যেকে। তৎক্ষনাৎ তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে এটাই প্রথমবার নয়, এর আগে গত বছরের জুড়ে তামিলনাড়ুতে ঘটেছিল এই একই ঘটনা। সেই সময় অসুস্থ হয়ে পড়ে ছিলেন অনেকে। হাসপাতালে প্রায় ১৯৩ জন ভর্তি হয়েছিলেন। প্রান হারিয়েছিলেন পরায় ৫৫ জন। এই ঘটনার পরই মূল অভিযুক্তকে ধরতে শুরু হয় পুলিশি তদন্ত। সেই তদন্ত থেকেই গ্রেফতার করা হয় বিষমদ সরবরাহকারীকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top