বিনোদন – ছোটপর্দার জনপ্রিয় মুখ মধুবনী গোস্বামী এখন টেলিভিশন থেকে অনেক দূরে। পার্লার চালানো, ডেইলি ভ্লগিং করা ও সম্প্রতি শুরু করা ব্যাগের ব্যবসা—এই নিয়েই এখন তাঁর মূল ব্যস্ততা। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর নানা মন্তব্য ও প্রচার কৌশল নিয়ে প্রায়ই বিতর্ক ওঠে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। নিজের পার্লারের অফার প্রচারের সময় তিনি বলেন, “তোমার বাপের যদি প্রচুর টাকা থাকে…” — এই বাক্যটি ঘিরেই তুমুল সমালোচনা শুরু হয়েছে।
নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, ব্যবসার প্রচারে বাবাকে টেনে আনার মানে কী! কেউ লিখেছেন, “শেষে বাবা তুলে কথা বলছেন, ছিঃ!”, আবার কেউ বলেছেন, “এমনভাবে বলছেন যেন আপনিই সবাইকে কাজ দেবেন!” অনেকের মতে, মধুবনীর এই প্রচারভঙ্গি অসম্মানজনক ও অপ্রয়োজনীয়।
তবে এখানেই শেষ নয়। কেউ কেউ অভিযোগ তুলেছেন, মধুবনী আসলে নকল করেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে, যিনি সম্প্রতি একইরকম স্টাইলে একটি গয়নার বিজ্ঞাপন করেছিলেন। বি-টাউনের নায়িকার ক্ষেত্রে কেউ আপত্তি না জানালেও, মধুবনীর ক্ষেত্রে সমালোচনার ঝড় উঠেছে।
এর আগেও মধুবনীকে একাধিকবার ট্রোল করা হয়েছে—কখনও শাঁখা-পলা পরা নিয়ে, কখনও মাতৃত্বের পর কেরিয়ার বিরতি নেওয়া নিয়ে। তাঁর স্বামী রাজা গোস্বামী এখন চিরসখা ধারাবাহিকে অভিনয় করছেন, কিন্তু মধুবনী অভিনয় থেকে সরে গিয়ে ব্যবসাতেই মন দিয়েছেন। যদিও এই সাম্প্রতিক বিতর্কে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।



















