নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,১লা আগস্ট :তোলাবাজির জেরে বন্ধ জিও সংস্থার অপটিক্যাল ফাইবার বসানোর কাজ। বাধা দিলে কর্মীকে মারধর। পুলিশের হস্তক্ষেপে ৪ দিন পরে চালু হলো কাজ। ক্লাবের নামে মোটা টাকার ডোনেশন না দেওয়ায় বন্ধ রিলায়েন্স জিও সংস্থার অপটিক্যাল ফাইবার বসানোর কাজ বলে অভিযোগ। তোলাবাজির অভিযোগের তীর স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। সল্টলেকের মহিষবাথান এলাকার ঘটনা। ঘটনার তদন্তে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।
সল্টলেকের মহিষবাথান এলাকায় ৪ দিন ধরে জিও কোম্পানির অপটিক্যাল ফাইবার তার মাটির নিচে থেকে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছিলেন ওই সংস্থার কর্মীরা। তাদের অভিযোগ ৪ দিন ধরে মাটি খোঁড়া থাকলেও তাদের কাজ বন্ধ করে দিতে বাধ্য করে স্থানীয় ‘নবজাগরণ সংঘ’ নামের একটি স্থানীয় ক্লাবের সদস্যরা। সংস্থার কর্মীদের অভিযোগ ক্লাবের কিছু সদস্য এসে মোটা টাকা ডোনেশন দাবি করেন। সেই ডোনেশন না দিলে কাজ বন্ধ করে দেওয়া হয়। সেই ঘটনায় প্রতিবাদ করলে একজন কর্মীকে মারধর করে ক্লাবের সদস্যরা বলে সংস্থার কর্মীদের অভিযোগ। অবশেষে বিষয়টা সংস্থার পক্ষ থেকে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানাতে জানানো হলে ৪ দিন পরে আজ পুলিশ এসে পুনরায় কাজ চালু করায়।