নিজস্ব সংবাদদাতা দক্ষিণ ২৪পরগণা ৮জানুয়ারি ২০২১:তোলার টাকা না দেওয়ায় এবার ব্যাপক মারধর করা হল এক গৃহবধূ ও তার পরিবারের সদস্যদের। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার রাধানগর এলাকায়।
অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী নারদ নস্কর ও তার অনুগামীদের বিরুদ্ধে। পেশায় সিকিউরিটি গার্ড অরুণ ঘোষ ও তার পরিবার বছর দেড়েক আগে কামরাবাদ এলাকার রাধানগর উত্তরপাড়ায় একটি ছোট টিনের বাড়ি করে কোন রকমে দিন অতিবাহিত করছিলেন। অভিযোগ স্থানীয় নবজাগরণ সংঘের সদস্যরা বাড়ি করার সময় থেকেই দশ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। আর্থিক অনাটনে টাকা না দিতে পারলে চলছিলো নানা হুমকি। বুধবার যার মাত্রা বেড়ে যায়। অভিযোগ স্থানীয় ক্লাবের সদস্যরা তথা তৃণমূল অনুগামীরা টাকা না দিতে পারায় এদিন জোর করে ঐ পরিবারের ইলেকট্রিক তার কেটে দেয় ও এলাকা ছাড়ার হুমকি দেয়। বাধা দিতে গিলে ব্যাপক মারধর করে মহিলা ও তার স্বামীকে। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছেন নির্যাতিতা মহিলা। ঘটনার কথা কার্যত অস্বীকার করে মূল অভিযুক্ত নারদ নস্কর জানান, বেআইনি ভাবে হুকের লাইন নিয়ে ইলেকট্রিক চালাচ্ছিলো ঐ পরিবার। সেকারণেই তার কেটে দিয়েছি। টাকা চাওয়া হয়নি বা মারধরও করিনি। বরং ঐ মহিলার মেয়ে আমাদের গ্রামের দুই মহিলাকে মারধর করেছে। পাশাপাশি গ্রামের সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় গ্রামের মহিলারাই গিয়ে যা করার করেছে। করানো কালে কাজ হারিয়ে সাধারণ মানুষ যখন দিশাহীন তখন বাড়ি করার জন্য তৃণমূল কর্মীদের এমন তোলা তোলার ঘটনা নিয়ে সরব হয়েছেন রাজনৈতিক মহল। ঘটনা প্রসঙ্গে তীব্র নিন্দা করেছেন দক্ষিণ ২৪ পরগণা পূর্ব জেলার বিজেপি সহ সভাপতি বসন্ত শেঠিয়া। তিনি জানান তৃণমূলের এটাই কালচার। যাওয়ার সময় এসব করে বেড়াচ্ছে। আমরা এসব কোন রকম ভাবে মেনে নেব না।
আরও পড়ুন….রেল লাইনে বসে মোবাইলে গেম খেলতে গিয়ে প্রাণ হারালো ২জনের