নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২০ ত্বকে ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট সমস্যার সমাধানে হোমিওপ্যাথি চিকিৎসায় ভালো ফল পাওয়া যায় বলে অনেকেই দাবি করেন।

শিলং-এর রিসার্চ জার্নাল অফ নর্থ-ইস্টার্ন ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ অ্যান্ড হোমিওপ্যাথি౼’ আয়ুহোম’ – এ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ত্বক সংক্রান্ত ৫টি অসুখের চিকিৎসায় ৫ জন রোগীর ওপর হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করে অভাবনীয় সাফল্য পাওয়া গেছে। অর্গানন দপ্তরের রিডার শ্রীমতী সঙ্গীতা সাহা, কলকাতার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের স্নাতকোত্তর পর্যায়ের প্রশিক্ষক শ্রী মহাকাশ মন্ডল এবং কলকাতার ন্যাশনাল ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথির স্নাতকোত্তর স্তরের আরেক প্রশিক্ষক শ্রী কৌশিক ধর এ বিষয়ে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। আঁচিল, হারপিস জোসটার এবং মোলাস্ক্যান কন্টাজিওসাম (ত্বকের ওপর সংক্রমণের ফলে কঠিন আঁশ জাতীয় আস্তরণ সৃষ্টি হওয়া) – এই রোগে আক্রান্ত ৫ জন রোগীর ওপর পরীক্ষা করে চিকিৎসকেরা যথেষ্ট সুফল পেয়েছেন। তারা ওষুধগুলি প্রয়োগের পর প্রত্যেক রোগীর বিভিন্ন সময়ে সংক্রমণের অবস্থার মূল্যায়ন করে চূড়ান্ত পর্যায়ে সাফল্য পেয়েছেন। এরপর এই ওষুধ আরও অনেকের ওপর প্রয়োগ করার পরিকল্পনা করা হয়েছে।