১০ ডিসেম্বর, দরজায় কড়া নাড়ছে শীত।আর এই শীতে সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় ত্বকে।শীতে আমাদের সকলের ত্বক খুবই শুষ্ক হয়ে পরে। আর এই শুষ্কতা দূর করতে আমরা অনেক ধরণের ক্রিম ব্যবহার করি।কিন্তু সেই ক্রিমের মধ্যে থাকে অনেক ভেজাল আবার কোনো কোনো ক্রিম কিছুই কাজ করে না বললেই চলে। বাজার থেকে কেনা ক্রিমে থাকতে পারে কেমিকাল, যার জেরে দেখা দেয় ত্বকের নানান রোগ। কিন্তু আপনি জেনে বুঝে কেন ঝুঁকি নেবেন? যদি ঘরে বসেই এই সমস্যার সমাধান সম্ভব হয়।
হ্যাঁ, মাত্র ৪টি জিনিস ব্যবহার করে আপনারা এটি খুব সহজেই বানাতে পারবেন। একটি কাঁচের পাত্রে অ্যালোভেরা জেল (পরিমান মতো), গ্লিসারিন (পরিমান মতো), ভিটামিন ই ক্যাপসুল (পরিমান মতো) ও গোলাপজল (পরিমান মতো) নিয়ে ভালো করে মিশিয়ে নিনা।তারপর তা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করুন এই শীতের দিনগুলিতে।
মুখ হাত ধোয়ার পর পরিষ্কার কাপড়ে তা মুছে নিয়ে হালকা ম্যাসাজ করে ক্রিমটি লাগিয়ে নিন।তারপর সারা রাত মেখে থাকুন। সকালে উঠে ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিন।
এক সপ্তাহ নিয়মিত যদি এটি ব্যবহার করেন নিজেই বুঝতে পারবেন পরিবর্তন। নিজের শরীরের সাথে ত্বকের খেয়াল রাখুন।



















