ত্রাণ বিতরণ নিয়ে মন্তব্য, বানভাসি মান্ডিতে গিয়ে বিতর্কে কঙ্গনা রানাওয়াত

ত্রাণ বিতরণ নিয়ে মন্তব্য, বানভাসি মান্ডিতে গিয়ে বিতর্কে কঙ্গনা রানাওয়াত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বলিউড – হিমাচলের বানভাসি মান্ডি জেলা পরিদর্শনে গিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত। রবিবার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তিনি মন্ত্রী নন, তাঁর হাতে কোনও ত্রাণ তহবিল নেই। সাংসদ হিসেবে কেন্দ্রের কাছে দাবি জানানো ছাড়া তাঁর হাতে কিছু করার নেই বলেও জানান তিনি। যদিও আশ্বাস দেন, ব্যক্তিগতভাবে সাহায্যের চেষ্টা করবেন।

টানা ভারী বৃষ্টি, ভূমিধস ও মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত মান্ডি জেলায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের, নিখোঁজ ৩১ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি, বহু যানবাহন, সেতু ও রাস্তা। প্রায় ২০০টি রাস্তা বন্ধ, জল ও বিদ্যুৎ সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত। এই পরিস্থিতিতে এলাকা পরিদর্শনে যান সাংসদ কঙ্গনা রানাওয়াত।

তিনি রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং বলেন, “এই সরকার বিপর্যয় সামলাতে ব্যর্থ। প্রতি বর্ষাতেই এমন ঘটনা ঘটে। আগামী ২০ বছরেও কংগ্রেস রাজ্যে ক্ষমতায় ফিরবে না।” কঙ্গনা জানান, কেন্দ্রীয় তহবিল সরাসরি রাজ্য সরকারের কাছে যায়, তাঁর হাতে কিছুই থাকে না। পাশাপাশি তাঁর মন্তব্য, “আমার হাত বাধা। রাজ্য বা পঞ্চায়েত স্তরে আমার কোনও ক্ষমতা নেই।”

তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে, কেবল ফোটোসেশন নয়, মানুষের পাশে থেকে বাস্তব পদক্ষেপ নেওয়াই একজন সাংসদের মূল দায়িত্ব। ত্রাণ না থাকলে তা আদায়ের পথও তিনিই খুঁজবেন—এমনটাই দাবি করছেন বিরোধীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top