বিনোদন – টলিউডে খুব বেশি ছবি না করলেও অভিনেত্রী ত্রিধা চৌধুরীর জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর সৌন্দর্য, গ্ল্যামার এবং বোল্ড লুকের জন্য সোশ্যাল মিডিয়ায় বিশাল ফ্যানবেস তৈরি হয়েছে। কলকাতার মেয়ে হলেও শহরে তাঁকে খুব একটা দেখা যায় না, কারণ অধিকাংশ সময়ই তিনি মুম্বই, ভিনরাজ্য বা বিদেশে শুটিং ও কাজ নিয়ে ব্যস্ত থাকেন।
ত্রিধার ইনস্টাগ্রাম স্ক্রোল করলেই চোখে পড়বে একের পর এক স্টাইলিশ ও সাহসী লুক। বিকিনি, মনোকিনি বা টু-পিস—যে কোনো পোশাকেই তিনি স্বচ্ছন্দ এবং আত্মবিশ্বাসী। তাঁর বোল্ড ফটোশুট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, আর নেটিজেনদের প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স।
অভিনয়ে ত্রিধার হাতেখড়ি হয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘মিশর রহস্য’ ছবির মাধ্যমে। এরপর মুম্বইতে একাধিক হিন্দি সিরিজ ও সিনেমায় কাজ করেছেন তিনি। বিশেষ করে ‘আশ্রম’ ওয়েব সিরিজে ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এছাড়াও একাধিক ভাষার সিনেমা ও ওয়েব সিরিজে তিনি ইতিমধ্যেই নিজের দক্ষতার ছাপ রেখেছেন।
ফিটনেসের প্রতিও ত্রিধা যথেষ্ট যত্নবান। সুইম স্যুট থেকে ওয়েস্টার্ন আউটফিট—সবেতেই তাঁর লুক “ফিট অ্যান্ড হিট”। কিছুদিন আগে তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেও, নায়িকার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
