ত্রিপুরা ও গোয়াতে কটা আসন পাবে তৃণমূল? ভবিষ্যতবাণী করে দিলেন অনুব্রত

ত্রিপুরা ও গোয়াতে কটা আসন পাবে তৃণমূল? ভবিষ্যতবাণী করে দিলেন অনুব্রত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ত্রিপুরা ও গোয়াতে কটা আসন পাবে তৃণমূল? ভবিষ্যতবাণী করে দিলেন অনুব্রত । ত্রিপুরা এবং গোয়া জয় করা এখন শুধু সময়ের অপেক্ষা। এমনটাই মনে করছেন  বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন,  ‘বিজেপি ভয় পাচ্ছে। তাই ত্রিপুরায় বারবার তৃণমূলকে আক্রমণ করছে। তৃণমূল এমন একটা দল যা সাধারন মানুষের সঙ্গে থাকে।

 

অনুব্রত বলেন,   ভোটের আগে বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। মমতা বন্সেদ্টাযোপাধ্যায়  করে দেখিয়ে দিয়েছেন। তৃণমূল বেইমানি জানে না। তাই মানুষের আস্থা রয়েছে তৃণমূলে। সেটাই বিরোধীদের ভয়ের কারণ।’  তিনি বলেন, ‘এই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আমি বলেছিলাম ২২০ থেকে ২৩০ আসনে জিতব। ২২০ হয়েছে, আর আপনারা জানেন ৪০০ থেকে ৯০০ ভোটের ব্যবধানে আমরা ১৩টা আসনে হেরেছি। সেটা না হলে ২৩০ ছাড়িয়ে যেতাম।’

 

আর ও পড়ুন    কালীপুজোতে বাড়িতে রান্না করে ফেলুন নিরামিষ পাঁঠার ঝোল

 

এরপরই ত্রিপুরা, গোয়া জয়ের বিষয়ে দাবি করে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, ‘ত্রিপুরায় ৫৯ থেকে ৬০টি বিধানসভার আসন রয়েছে। তৃণমূল সেখানে ৪০ থেকে ৪৫টি আসন পাবে। গোয়ায় বোধহয় ৪০টা আসন রয়েছে, ওখানে নাই নাই করে ৩০টা আসন পাব। গোয়াতে কংগ্রেস ফ্যাক্টর, সেই কংগ্রেস আমাদের সঙ্গে হাত মিলিয়েছে।’ তবে , ‘ওখানে কংগ্রেস সমর্থন করবে কিনা, সেটা কংগ্রেস বলতে পারবে। আমি ছোটখাটো মানুষ, গ্রামের মানুষ, চাষির ঘরের ছেলে অতশত বলতে পারবো না।

 

উল্লেখ্য, ত্রিপুরা ও গোয়াতে কটা আসন পাবে তৃণমূল? ভবিষ্যতবাণী করে দিলেন অনুব্রত । ত্রিপুরা এবং গোয়া জয় করা এখন শুধু সময়ের অপেক্ষা। এমনটাই মনে করছেন  বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন,  ‘বিজেপি ভয় পাচ্ছে। তাই ত্রিপুরায় বারবার তৃণমূলকে আক্রমণ করছে। তৃণমূল এমন একটা দল যা সাধারন মানুষের সঙ্গে থাকে। অনুব্রত বলেন,   ভোটের আগে বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। মমতা বন্সেদ্টাযোপাধ্যায়  করে দেখিয়ে দিয়েছেন। তৃণমূল বেইমানি জানে না। তাই মানুষের আস্থা রয়েছে তৃণমূলে। সেটাই বিরোধীদের ভয়ের কারণ।’

 

তিনি বলেন, ‘এই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আমি বলেছিলাম ২২০ থেকে ২৩০ আসনে জিতব। ২২০ হয়েছে, আর আপনারা জানেন ৪০০ থেকে ৯০০ ভোটের ব্যবধানে আমরা ১৩টা আসনে হেরেছি। সেটা না হলে ২৩০ ছাড়িয়ে যেতাম।’

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top