Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Trinamool protested against the arrest of Saini Ghosh

ত্রিপুরায় সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ

ত্রিপুরায় সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ত্রিপুরায়

ত্রিপুরায় সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের পাখির চোখ এখন ত্রিপুরা। সংসদ থেকে রাজ্যের মন্ত্রী একের পর এক প্রোগ্রাম করে চলেছে ত্রিপুরায়।ত্রিপুরায় ভোট প্রচারে গেছেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সায়নী ঘোষ। সেখানেই সায়নী ঘোষ কে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ।

 

আর তারই প্রতিবাদে এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জাতীয় সড়কের উপর বিক্ষোভ প্রদর্শন করা হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের পাখির চোখ এখন ত্রিপুরা। সংসদ থেকে রাজ্যের মন্ত্রী একের পর এক প্রোগ্রাম করে চলেছে ত্রিপুরায়।ত্রিপুরায় ভোট প্রচারে গেছেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সায়নী ঘোষ। সেখানেই সায়নী ঘোষ কে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ।

 

এদিন বিকালে তাকে গ্রেফতার করে আগরতলা থানার পুলিশ।  খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। তাকে দীর্ঘক্ষন পুলিশি জেরা করার পর গ্রেফতার করা হয়।উল্লেখ্য, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক ২৪ ঘণ্টা আগে আগরতলা পূর্ব মহিলা থানা ঘিরে বিজেপির তাণ্ডবের অভিযোগ করেছে তৃণমূল।  তাঁদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হয়েছেন একাধিক তৃণমূল কর্মী এবং নেতা।

 

আর ও পড়ুন     কৃষকদের সঙ্গে আবির খেললেন তৃণমূলের কর্মীরা

 

এই প্রেক্ষিতে টুইট করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী  বিপ্লব দেবকে সরাসরি আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তার কিছু পরেই গ্রেফতার করা হল সায়নী ঘোষকে। জানা যায়, রবিবার সকাল থেকেই আগরতলা পূর্ব থানায় ছিলেন সায়নী ঘোষ।  তাঁকে আটক করে  প্রথমে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।  সায়নীর পাশে থাকতে থানাতেই রয়েছেন তৃণমূলের অন্যান্য নেতার নেত্রী  সুস্মিতা-সহ প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ ও কুণাল ঘোষ।

 

সায়নীকে না ছাড়া পর্যন্ত তাঁরা থানাতেই থাকবেন বলে জানিয়েছেন তারা। এদিকে  বিজেপি-র বিরুদ্ধে থানায় ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে। তৃণমূল নেত্রী    আগরতলা পুলিশ সুত্রে  জানা গিয়েছে,  ‘হিট অ্যান্ড রান’এর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সায়নী ঘোষকে নিয়ে যাওয়া হয়। তৃণমূল নেতারা আগরতলা মহিলা থানায় ঢোকার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাঁদের থানায় ডেকে এনে পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top