ত্রিপুরা – ত্রিপুরার বিশ্রামগঞ্জে এক আদিবাসী তরুণীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে পরশু সন্ধ্যায়, যখন নির্যাতিতা তরুণী আগরতলা থেকে সোনামুড়াগামী একটি সরকারি বাসে সফর করছিলেন। অভিযোগ, বাসটি বিশ্রামগঞ্জের কাছাকাছি পৌঁছনোর আগেই অভিযুক্ত ব্যক্তি বাস থেকে নেমে পালিয়ে যায়। এরপর তরুণী বিশ্রামগঞ্জে বাস থেকে নামেন এবং স্থানীয় বাসিন্দাদের কাছে গোটা ঘটনা খুলে বলেন।
খবরটি প্রচার হওয়ার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় মানুষ এবং বাসের অন্য যাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে শুরু করেন। ক্রমেই সেই প্রতিবাদ বিক্ষোভে রূপ নেয় এবং বিক্ষুব্ধ জনতা লাঠি ও রড দিয়ে একাধিক গাড়িতে ভাঙচুর চালান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
নির্যাতিতা তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মূলত উত্তর-পূর্ব ভারতের আদিবাসী সম্প্রদায়ভুক্ত এবং সম্প্রতি গুয়াহাটিতে একটি সংস্থায় এয়ার হোস্টেস হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তির খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন উঠে আসছে।
