পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বড়ো খবর! মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বিপ্লব কুমার দেব। জানা গেছে তিনি ইতিমধ্যেই ইস্তফাপত্র জমা দিয়েছেন। তবে হঠাৎ তার কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল।
এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বলেছেন ”শীর্ষনেতৃত্বের নির্দেশেই ইস্তফা দিয়েছি। সংগঠন থাকলে তবেই সরকার থাকবে। সংগঠনে কাজ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি।আশা করি আমায় যা যা দায়িত্ব দেওয়া হয়েছিল, এতদিন ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় করেছি। ত্রিপুরার সামগ্রিক উন্নয়নের লক্ষ্য়েই কাজ করেছি। সামনেই নির্বাচন রয়েছে। এখন পার্টি যেভাবে আমাকে চাইবে, সেভাবেই কাজ করব। আমরা চাইছি লম্বা সময় ধরে সরকারে থাকুক বিজেপি। আর দীর্ঘ সময় বিজেপিকে রাখতে গেলে আমার মতো সংগঠককে প্রয়োজন রয়েছে।“ সূত্রের খবর, শনিবারেই জানা যাবে নতুন মুখ্যমন্ত্রীর নাম।
তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিপ্লব দেবের ইস্তফা দেবার পর ত্রিপুরা তৃনমূল সংগঠনের অফিশিয়ার টুইটার থেকে এই মর্মে একটি টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘’গুডবাই। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অস্বস্তিকর পরিস্থিতি থেকে অব্যাহতি পেলেন। ত্রিপুরার হাজার হাজার মানুষকে যিনি ডুবিয়েছেন। অনেক ক্ষতি করে দিয়েছেন। এতটাই ক্ষতি করেছেন যে ওঁর টপ বসেরাও ওঁর অযোগ্যতা সহ্য করতে পারছিলেন না। আসলে বিজেপি কর্মীরা ত্রিপুরায় তৃণমূলের এই সাফল্যে নড়ে গিয়েছে। পরিবর্তন হবেই।‘’