ত্রিপুরায় আক্রান্ত যুব নেতাদের দেখতে গিয়ে শাহের উদ্দশ্যে কড়া বার্তা, কী বললেন মুখ্যমন্ত্রী

ত্রিপুরায় আক্রান্ত যুব নেতাদের দেখতে গিয়ে শাহের উদ্দশ্যে কড়া বার্তা, কী বললেন মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
mamata

mamata

ত্রিপুরা কাণ্ডে এবারে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে আহত তৃণমূলের যুব নেতাদের এসএসকেএম হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী। সুদীপ রাহা, জয়া দত্তকে দেখে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে কড়া ভাষায় এই হামলার প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার রাত বারোটা নাগাদ বিশেষ বিমানে আগরতলা থেকে কলকাতায় ফেরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহাও অভিষেকের সঙ্গেই ওই একই বিমানে কলকাতায় ফেরেন। এরপর জয়া দত্ত, সুদীপ রাহাকে ভর্তি করা হয় এসএসকেএমে। তবে দেবাংশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ফোনে দেবাংশুর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর স্বাস্থের খোঁজখবর নেন।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপি ত্রিপুরায় দানবীয় দল চালাচ্ছে। তাঁর কথায় ত্রিপুরাতে যেভাবে দেবাংশুদের উপর আক্রমণ করা হয়েছে তা কখনোই মেনে নেওয়া যায় না। পুলিশের সামনেই তাঁদের মারধর করা হয় এবং প্রায় ৩৬ ঘণ্টা তাঁদের চিকিৎসা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তৃণমূলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন, ‘আমি নিশ্চিত স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই এই ধরনের নোংরা ঘটনা ঘটেছে’। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই কাজ করার সাহস নেই বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

RECOMMENDED FOR YOU.....