ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জাস্টিস এম.এস.আর. রাও

ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জাস্টিস এম.এস.আর. রাও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ত্রিপুরা – ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জাস্টিস মামিদানা সত্য রত্ন রামচন্দ্র রাও। মঙ্গলবার রাজভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, কৃষিমন্ত্রী রতন লাল নাথ, পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এবং বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা।

শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী নবনিযুক্ত প্রধান বিচারপতিকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান এবং তাঁর কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানান। জাস্টিস রাওয়ের এই নতুন দায়িত্বগ্রহণে ত্রিপুরার বিচারব্যবস্থায় নতুন গতির আশাবাদ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, জাস্টিস এম.এস.আর. রাও এর আগে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এবং হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। তেলেঙ্গানা হাইকোর্টেও তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভূমিকা পালন করেছেন। তাঁর পারিবারিক পটভূমিও বিচারব্যবস্থার সঙ্গে নিবিড়ভাবে জড়িত—তাঁর বাবা বিচারপতি এম. জগন্নাধা রাও ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি।

ত্রিপুরা হাইকোর্টের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বে একজন অভিজ্ঞ এবং দক্ষ বিচারপতির শপথ গ্রহণ ঘিরে বিচার মহলে যেমন উৎসাহ দেখা দিয়েছে, তেমনি নাগরিক সমাজও আশাবাদী নতুন ধারার ন্যায়বিচারের প্রত্যাশায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top