ত্রীকোণ সমকামী সম্পর্কের জেরে খুন যুবক,গ্রেপ্তার দুই। ত্রীকোণ সমকামী সম্পর্কের জেরে খুন হতে হল এক যুবককে। ঘটনার ১২ ঘন্টা মধ্যে দুইজনকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ।পুলিস সূত্রে জানা গিয়েছে,দুই ধৃতের নাম বিশ্বজিত শীল ও মহম্মদ মাফিজ। ধৃতদের শিলিগুড়ি আদালতে তুলে দশ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন শিলিগুড়ি আদালত।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে,বুধবার সকালে শিলিগুড়ি মহকুমার বাগডোগরার ফয়রানি জোতের কাছে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। যুবকের মৃতদেহ ফাঁকা মাঠে যে অবস্থায় পাওয়া যায় তাতে পুলিশের অনুমান ছিল খুন হয়েছে।মৃতের নাম পরিচয় জানতে তদন্ত শুরু করে বাগডোগরা থানার পুলিশ। এরপরই পুলিশ জানতে পারে মৃত যুবকের নাম কুনাল সিং। শুরু হয় তাঁর পরিচিতদের খোঁজ।
মৃতের পরিচিতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখনই পুলিশ বিশ্বজিত শীল নামে একজনের খোঁজ পায়। বাগডোগরায় বিশ্বজিতের গিফটের দোকানে কাজ করতো কুনাল সিং। দুইজন সমকামী ছিলেন। এমনকি কয়েক বছর ধরে বিশ্বজিতের বাড়িতেই থাকতো কুনাল। শুধু তাই নয় শারিরীক সম্পর্ক ছিল দুজনের মধ্যে। বুধবার পুলিশ বিশ্বজিতকে জিজ্ঞাসাবাদ করে। তাতেই জানা যায় বিশ্বজিতের সন্দেহ ছিল কুনাল অন্য কোনও সম্পর্কে জড়িয়েছে। যা নিয়ে সমস্যা চলছিল তাঁদের মধ্যে।
আরও পড়ুন – ভারতের ইতিহাসে তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ যথেষ্ট গুরুত্বপূর্ণ
মঙ্গলবার অর্থাৎ ৬ ডিসেম্বর কুনালের জন্মদিন ছিল।বিশ্বজিত তাঁর আরেক বন্ধু মহম্মদ মাফিজকে সঙ্গে নিয়ে কুনালকে ডাকে। টোটোয় চেপে তিনজন ফয়রানি জোতে যায়। সেখানে গিয়ে তিনজনই মদ্যপান করে। সেখানেই দুজন মিলে কুনালকে গলায় শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ।এরপর টোটোতে করে বিশ্বজিৎ ও মাফিজ ফিরে আসে।বুধবার সকালে কুনালের দেহ উদ্ধার হয়।এরপর বুধবার রাতেই খুনের অভিযোগে বিশ্বজিত শীল ও মহম্মদ মাফিজ নামে দুই যুবককে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ। টোটোটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।