থাইল্যান্ডের সমুদ্রে ঝড়ের মুখে রুকমা রায়, মৃত্যুভয় পেরিয়ে নিরাপদে ফিরলেন অভিনেত্রী

থাইল্যান্ডের সমুদ্রে ঝড়ের মুখে রুকমা রায়, মৃত্যুভয় পেরিয়ে নিরাপদে ফিরলেন অভিনেত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – ছোটপর্দার জনপ্রিয় মুখ রুকমা রায় অনেকদিন ধরেই অভিনয় থেকে কিছুটা দূরে। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ঋষি কৌশিকের সঙ্গে এক ধারাবাহিকে। এরপর থেকেই পর্দায় তাঁর দেখা মেলেনি। তবে ঘুরে বেড়ানো তাঁর নেশা, আর সেই নেশাতেই অক্টোবরের শুরুতে তিনি পাড়ি দিয়েছিলেন থাইল্যান্ডে। কিন্তু সেখানে ঘুরতে গিয়ে চরম বিপদের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

রুকমা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিও পোস্ট করে জানিয়েছেন পুরো ঘটনাটি। ভিডিওতে দেখা যায়, তিনি থাইল্যান্ডের ক্রাবি দ্বীপের সমুদ্রে একটি বোটে ছিলেন। হঠাৎই সমুদ্রে ঝড় শুরু হয়, বিশাল ঢেউ বোটের ওপর আছড়ে পড়তে থাকে। মুহূর্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। মাঝসমুদ্রে ঝড়ের তাণ্ডব, চারপাশে শুধু জল আর বাতাসের গর্জন—এই অবস্থায় রুকমা এবং বোটে থাকা অন্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

রুকমা জানিয়েছেন, কয়েক মিনিটের জন্য তিনি সত্যিই ভেবেছিলেন হয়তো আর বাঁচবেন না। কিন্তু ভাগ্যক্রমে ঝড় খুব বেশি ক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া স্বাভাবিক হয় এবং তাঁরা নিরাপদে তীরে ফিরে আসতে পারেন। এই অভিজ্ঞতা তাঁকে প্রকৃতির শক্তি ও অনিশ্চয়তার প্রতি নতুন করে শ্রদ্ধাশীল করেছে।

এখন রুকমা নিরাপদে কলকাতায় ফিরেছেন এবং দীপাবলি ও ভাইফোঁটা এখানেই উদযাপন করেছেন। ভ্রমণের প্রতি তাঁর ভালোবাসা বরাবরই পরিচিত—কখনও একা, কখনও বা বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন তিনি। থাইল্যান্ডে এর আগেও গিয়েছেন, তবে এবারই এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন।

টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে ছোটপর্দা থেকে দূরে আছেন, কারণ নিজের মতো চরিত্র এখনও পাননি বলে জানান। তাঁর ‘নষ্টনীড়’ সিরিজে অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। অভিনয়ের পাশাপাশি এখন তিনি নিজের নতুন শাড়ির ব্র্যান্ড নিয়েও ব্যস্ত। পুজোর আগেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে তাঁর এই ব্র্যান্ড, যা বাঙালি নারীর শাড়ির প্রতি ভালোবাসা থেকেই অনুপ্রাণিত।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top