বিনোদন – অভিনেত্রী রুকমা রায় ছোটপর্দা থেকে কিছুদিন দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। পুজোয় কলকাতায় না থেকে তিনি গিয়েছেন থাইল্যান্ডের ক্রাবিতে ছুটি কাটাতে। সেখানেই গোলাপি বিকিনি পরে সমুদ্রতীরে তোলা তাঁর ছবিগুলি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। কখনও জলে, কখনও চুলে খেলা করতে করতে বোল্ড লুকে ধরা দিয়েছেন তিনি।
রুকমা ঘুরতে ভালোবাসেন এবং প্রায়ই থাইল্যান্ড-বালির মতো জায়গায় সময় কাটান। স্থানীয় খাবার চেখে দেখারও অভ্যাস রয়েছে তাঁর। ছোটপর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছিল তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে। বর্তমানে তিনি নিজের নতুন শাড়ির ব্র্যান্ড নিয়েও কাজ শুরু করেছেন। অভিনয়ে ফেরার ইচ্ছা থাকলেও পছন্দসই চরিত্র না পেলে ফিরবেন না বলে জানিয়েছেন রুকমা।
