নিজস্ব সংবাদদাতা,মালদা, ১৪ ই ডিসেম্বর :থানার ঢিলছোড়া দূরত্বে মোবাইলের দোকানে ভয়াবহ চুরি। দোকান ঘরের পেছনের দেওয়াল কেটে চুরির ঘটনা ঘটে। মালদার গাজোল থানার পাশের ঘটনা। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের দোকান মালিকের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে দোকান মালিকের নাম রাম কৃষ্ণ পাল। সে জানাই বহুদিন ধরে থানার পাশের দোকান ঘর নিয়ে মোবাইল এর ব্যবসা শুরু করেছেন।প্রতিদিনের মতো এদিনও রাত্রিবেলা দোকান বন্ধ করে বাড়ি চলে যান।সকালে দোকান খুলতে এসে দেখে দোকানের সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে রয়েছে। দোকান ঘরের পেছন দিকে দেওয়াল কাটা রয়েছে।প্রায় আড়াই লক্ষ টাকার নামিদামি কোম্পানির মোবাইল ফোন সহ অন্যান্য জিনিস খোয়া গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।