দেশ – গত ৪৮ ঘণ্টায় তামিলনাড়ুর রাজনীতি ও বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির দল টিভিকে আয়োজিত একটি র্যালিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৪১ জনের। নিহতদের মধ্যে ১০ জন শিশু এবং ১৮ জন মহিলা রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য ও ক্ষোভ।
অবশেষে ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং একাধিক সতর্কবার্তা উপেক্ষা করার অভিযোগে টিভিকে-র পশ্চিম কারুর জেলার সম্পাদক মাথিয়াঝাগানকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুন ও অপরাধমূলক হত্যাকাণ্ড-সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তি ছিল এক পুলিশ অফিসারের এফআইআর।
পুলিশ সূত্রে জানা গেছে, অনুমতি না নিয়েই রোড শো করা হয়েছিল। উপরন্তু, বিজয় থালাপতি ইচ্ছাকৃতভাবে প্রায় চার ঘণ্টা দেরিতে আসেন, যা ভিড় আরও বাড়িয়ে তোলে। যেখানে ১০ হাজার মানুষের অনুমতি ছিল, সেখানে প্রায় ২৫ হাজার মানুষ ভিড় জমায়। তীব্র গরমে দীর্ঘক্ষণ জল-খাবার ছাড়া অপেক্ষা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তবে টিভিকে এই দুর্ঘটনার পিছনে শাসকদল ডিএমকে-র ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। যদিও ডিএমকে সেই দাবি স্পষ্টভাবে খারিজ করেছে। অন্যদিকে, ৪১ জনের মৃত্যুতে শোক প্রকাশ করে বিজয় মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
এদিকে, ঘটনার সিবিআই তদন্তের দাবিতে ইতিমধ্যেই মাদ্রাজ হাইকোর্টে আবেদন জমা পড়েছে। এখন নজর আদালতের সিদ্ধান্ত এবং তদন্তের অগ্রগতির দিকে।
