থিম ও সাবেকিয়ানার মেল বন্ধনে নজর কাড়বে ডুয়ার্সের নেতাজী সংঘ। থিমের সাথে সাবেকিয়ানার মেলবন্ধনে এবারের কালী পূজোয় নজর কাড়তে প্রস্তুত ডুয়ার্সের ধীরেন দোকান এলাকার নেতাজী সংঘ এবং পাঠাগার এর কালীপূজো। প্রতিবারই বানারহাট ব্লকের গ্রামীন এলাকার মধ্যে নেতাজী সংঘ এবং পাঠাগার এর কালীপূজো আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে ওঠে দর্শনার্থীদের।
এই এলাকার হাই বাজেট পুজো গুলির মধ্যে অন্যতম নেতাজী ক্লাবের পুজো। এই ক্লাবের পুজো এবার পড়তে চলেছে ৪৫ তম বছরে। নেতাজী সংঘ এবং পাঠাগার এর কালীপুজো ঘিরে তাই উন্মাদনার প্রহর গুনছেন এলাকাবাসী থেকে শুরু করে ক্লাব সদস্যরা। উল্লেখ্য, দিন পনেরো আগে থেকেই ক্লাব কর্তাদের উদ্যোগে শুরু হয়েছে প্যান্ডেল তৈরির কাজ।
এবার স্থানীয় ডেকোরেটার বানাচ্ছে সুউচ্চ মণ্ডপ থিমের পাশাপাশি দেবীর হিন্দু শাস্ত্র অনুযায়ী আরাধারনায় খামতি রাখা হবে না। পুজোয় পরে রয়েছে শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে আপামর দর্শনার্থীদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন। পুজোর উদ্বোধন হবে আগামী ২৩ তারিখ।
পূজো নিয়ে ক্লাবের সম্পাদক শুলেন্দ্র ঝা ও অন্যতম সদস্য শান্তনু দাস জানান, ‘থিমের পাশাপাশি সাবেকিয়ানায় আমরা পরিবারয়েই নজর দিয়ে আসি। সুসজ্জিত মণ্ডপ তৈরির পাশাপাশি দেবীর ভক্তি সহকারে আরাধনার প্রতি ও আমাদের সমান নজর থাকে। আমাদের আশা এবারেই প্রতিবারের মত নজর কাড়তে সফল হবে নেতাজী সংঘ এবং পাঠাগার এর কালীপূজো।
আরও পড়ুন – চাদের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর কার্যালয় পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা, নিহত ৫০
উল্লেখ্য, থিমের সাথে সাবেকিয়ানার মেলবন্ধনে এবারের কালী পূজোয় নজর কাড়তে প্রস্তুত ডুয়ার্সের ধীরেন দোকান এলাকার নেতাজী সংঘ এবং পাঠাগার এর কালীপূজো। প্রতিবারই বানারহাট ব্লকের গ্রামীন এলাকার মধ্যে নেতাজী সংঘ এবং পাঠাগার এর কালীপূজো আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে ওঠে দর্শনার্থীদের। এই এলাকার হাই বাজেট পুজো গুলির মধ্যে অন্যতম নেতাজী ক্লাবের পুজো। এই ক্লাবের পুজো এবার পড়তে চলেছে ৪৫ তম বছরে। নেতাজী সংঘ এবং পাঠাগার এর কালীপুজো ঘিরে তাই উন্মাদনার প্রহর গুনছেন এলাকাবাসী থেকে শুরু করে ক্লাব সদস্যরা।