শুরু হল ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। নতুন বছরের প্রথম সপ্তাহেই দেশ জুড়ে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের কোভিড টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে। কথা মতোই ৩ জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হল ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। ইতিমধ্যেই ৮ লক্ষ ছেলেমেয়ে কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করিয়েছে। পড়ুয়ারা পাবে কোভ্যাক্সিন টিকা।
স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতালগুলো ছাড়াও স্কুলগুলিতে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে রবিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ঘোষণা করেন, সোমবার থেকে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও চলবে পড়ুয়াদের করোনা টিকাকরণ প্রক্রিয়া। রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, মোট ৩৩৮ টি সরকারি হাসপাতালে চলবে এই প্রক্রিয়া।
কলকাতার প্রতিটা মেডিকেল কলেজ, ৩৭টি পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, প্রতিটা বরোর একটি স্কুল, রাজ্যের ৪৭৯টি ব্লকের একটি করে স্কুলে টিকা পাবে পড়ুয়ারা। ২০০৭ সালে বা তার আগে যারা জন্মেছে, সকলেই পাবে কোভিড টিকা। দেশের মতো রাজ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ।
রবিবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে ৬ হাজারের গণ্ডি। সোমবার দেশে দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে সাড়ে ৩৩ হাজারের ঘর। তৃতীয় ঢেউ শুরু হতেই ফের সাবধানতা অবলম্বন করে সতর্ক থাকতে বলেছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, শুরু হল ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। নতুন বছরের প্রথম সপ্তাহেই দেশ জুড়ে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের কোভিড টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে। কথা মতোই ৩ জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হল ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। ইতিমধ্যেই ৮ লক্ষ ছেলেমেয়ে কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করিয়েছে। পড়ুয়ারা পাবে কোভ্যাক্সিন টিকা।
স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতালগুলো ছাড়াও স্কুলগুলিতে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে রবিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ঘোষণা করেন, সোমবার থেকে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও চলবে পড়ুয়াদের করোনা টিকাকরণ প্রক্রিয়া। রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, মোট ৩৩৮ টি সরকারি হাসপাতালে চলবে এই প্রক্রিয়া। কলকাতার প্রতিটা মেডিকেল কলেজ, ৩৭টি পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, প্রতিটা বরোর একটি স্কুল, রাজ্যের ৪৭৯টি ব্লকের একটি করে স্কুলে টিকা পাবে পড়ুয়ারা।
২০০৭ সালে বা তার আগে যারা জন্মেছে, সকলেই পাবে কোভিড টিকা। দেশের মতো রাজ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ।রবিবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে ৬ হাজারের গণ্ডি। সোমবার দেশে দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে সাড়ে ৩৩ হাজারের ঘর। তৃতীয় ঢেউ শুরু হতেই ফের সাবধানতা অবলম্বন করে সতর্ক থাকতে বলেছেন বিশেষজ্ঞরা।