দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, ফের বৃষ্টির ভ্রুকুটি বাড়ছে

দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, ফের বৃষ্টির ভ্রুকুটি বাড়ছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দক্ষিণ

দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, ফের বৃষ্টির ভ্রুকুটি বাড়ছে । কেরল সহ তামিলনাড়ু, কেরালা, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আগামী ৪৮ ঘন্টায় এই বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে মৌসম ভবন। আর এই পূর্বাভাস পাওয়ার পরেই রাজ্যগুলিতে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা টিমকে তৈরি রাখা হয়েছে,

 

গত কয়েকদিন আগেই ভয়ঙ্কর বন্যার কবলে পড়ে কেরল। একাধিক মানুষের মৃত্যু হয়। এখনও পর্যন্ত বন্যার আতঙ্ক কাটেনি সে দেশের মানুষের। এই অবস্থায় ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আর এই পূর্বাভাসে ঘুম ছুটেছে কেরলের মানুষের।

 

মৌসম ভবন তাদের পূর্বাভাসে জানিয়েছে, তামিলনাড়ু, কেরলের একাধিক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আজ বৃহস্পতিবার থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে এই রাজ্যগুলিতে। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শুধু তাই নয়, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় এই বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কর্নাটকেও। সে রাজ্যের উপকূল এলাকাতে এই বৃষ্টি হবে। তবে তা হবে আগামীকাল শুক্রবার থেকে।

 

আর ও পড়ুন      কোন ওষুধে কমছে করোনা? শুনলে চমকে যাবেন

 

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেখানে থেকে একটি অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতিতে কিছু জলীয় বাষ্প উপকূলের জেলাগুলিতে ঢুকছে। যার জেরে বৃহস্পতিবার উপকূলের এলাকাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটি ক্রমশ দেশের পশ্চিমীমুখী হবে। আর সেই কারনে ওই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে।

 

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৯ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বুধবারের মতোই বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। স

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top