মৌসুমি বায়ু এবং নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টিপাত হওয়ার ফলে বানভাসী হয়েছিল বাংলার মানুষ। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়ে দেয় হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে জারী থাকবে বৃষ্টিপাত।
সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়নি বললেই চলে। তবে সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির পরিস্থিতি দেখা যায়। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, মালদা, কোচবিহার-এ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল প্রায় ৯৪ শতাংশ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের মতো আজকেও আকাশ পরিষ্কার থাকবে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিলো হাওয়া অফিস।