রাজ্য – আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে দক্ষিণবঙ্গের মানুষদের কপালে ভাঁজ পড়েছে। আগামী সাত দিন জুড়ে কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা জারি হয়েছে।
বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতিদিনই শহর কলকাতায় বৃষ্টি চলবে। অন্যদিকে ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মতো জঙ্গলমহল এলাকায় বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও টানা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে খোলা মাঠ ও বিদ্যুতের খুঁটি এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ দক্ষিণবঙ্গের জন্য এক প্রতিকূল আবহাওয়া নিয়ে আসছে, যার মোকাবিলায় প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে।
