রাজ্য – আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সতর্কতা ছিলই। সেই সতর্কতা মেনেই বৃহস্পতিবার রাত থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে টানা বর্ষণ। শুক্রবার সকালে কলকাতা কার্যত জলমগ্ন। হাওয়া অফিস জানিয়েছে, আজ শহরের আকাশ সারাদিনই মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি।
২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শুক্রবারের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূলের দিকে এগোতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে শুক্র-শনি দিনগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে ২৫ জুলাই বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির আশঙ্কা। ২৬ জুলাই বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বজ্রপাতের সম্ভাবনা থাকছে। ২৭ জুলাই দক্ষিণবঙ্গের বহু জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গেও ২৪ থেকে ২৯ জুলাই পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। মালদা, দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
একটি নিম্নচাপ কেটে যাওয়ার আগেই আরেকটি নিম্নচাপ রাজ্যকে ঘিরে ফেলায় পরবর্তী কয়েকদিন জুড়েই দুর্যোগ চলবে বলেই জানিয়েছে মৌসম ভবন।
