রাজ্য- উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে থাকা সম্ভাব্য নিম্নচাপের জেরে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও বুধবার থেকে আবহাওয়ার পরিস্থিতি বদলাতে শুরু করবে। নতুন নিম্নচাপ অঞ্চল তৈরির কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার থেকে পরবর্তী পাঁচদিন বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বাকি জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। একই সঙ্গে ঘণ্টায় প্রায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। ওইদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূমে থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে বুধবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হবে ভারী বৃষ্টি। পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমতে পারে এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
অধিক বৃষ্টির কারণে নীচু এলাকায় জল জমে যেতে পারে, দক্ষিণবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে পারে এবং কৃষিজমি ও ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর স্থানীয়দের ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
