রাজ্য – কয়েকদিন ধরে পারদ ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহান্তে কিছুটা স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা কমতেই আবারও শীতের আমেজ টের পাচ্ছেন মানুষ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও ১–২ ডিগ্রি কম। সকাল ও রাতে শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়তেই কিছুটা অস্বস্তি রয়ে যাচ্ছে। তবে সরস্বতী পুজোর দিনে সেই অস্বস্তি অনেকটাই কমেছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহান্তে তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় শীতের বিদায় এখনই হচ্ছে না। বাঙালির যে আশঙ্কা তৈরি হয়েছিল, আপাতত তা কাটছে। হালকা শীতের আমেজ আগামী ৫ থেকে ৭ দিন বজায় থাকবে বলেই পূর্বাভাস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন শহরের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম থাকবে। সেখানে পারদ নামতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রির ঘরে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। কোথাও হালকা, কোথাও মাঝারি কুয়াশা পড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। ভোরের দিকে দৃশ্যমানতা কমার সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গে হালকা শীত থাকলেও উত্তরবঙ্গে কনকনে ঠাণ্ডা। পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রির ঘরে। দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পংয়ে পারদ আরও নীচের দিকে। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা থাকছে ১০ থেকে ১১ ডিগ্রির ঘরে। সন্ধ্যা নামলেই ঠাণ্ডার দাপট বাড়বে।
আবহবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার যাওয়া-আসার কারণেই শীতের এই ওঠানামা চলছে। আগামী দু’দিনের মধ্যে নতুন একটি ঝঞ্ঝা ঢুকতে পারে। ফলে উত্তুরে হাওয়া কিছুটা বাধা পাবে এবং সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কোথাও সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। প্রজাতন্ত্র দিবসের পর পশ্চিম হিমালয় এলাকায় আবার ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা থাকলেও তার নির্দিষ্ট সময় এখনও স্পষ্ট নয়।




















