রাজ্য – আজ সকাল থেকে রাজ্যজুড়ে রোদের খেলা থাকলেও, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে এবং ৪৮ ঘণ্টার মধ্যে তা নিম্নচাপে রূপ নিতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গে ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
এই নিম্নচাপের ফলে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান জেলায় হলুদ সতর্কতা রয়েছে।
কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দুপুরের পর থেকে শহরের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে, যার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি পর্যন্ত হতে পারে।
আবহাওয়ার এই প্রতিকূল অবস্থার কারণে বৃহস্পতিবার থেকে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সমুদ্র উত্তাল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দপ্তর।
