দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – সাময়িক বিরতির পর ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বিকানের, কোটা ও গোপালপুর হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে বিস্তৃত হয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের অন্য কোথাও বিশেষ বৃষ্টি হয়নি। তবে সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সপ্তাহের শুরু থেকেই মৌসুমী অক্ষরেখা রাজ্যে সক্রিয় হয়েছে। এর জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি এবং স্থান বিশেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম হলেও জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারসহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

এছাড়াও, আসন্ন নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার ও বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ২রা থেকে ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top