রাজ্য – পুজোর আগে কেনাকাটায় বেরোলে বৃষ্টির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে চলেছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগরের দিকে অবস্থান করলেও, পূবালী হাওয়ার জেরে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে এই অক্ষরেখা বাংলার দিকে সরে আসতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে। এই দু’দিন মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। তবে মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে।
কলকাতায় সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং দুপুরের পর এই অস্বস্তি আরও বাড়তে পারে। আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকলেও মাঝে মাঝে আংশিক মেঘলা হতে পারে। রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টি আরও কমে যাবে, যদিও বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে ৯৪ শতাংশের মধ্যে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
