দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনা

দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – শনিবার সকাল থেকে কলকাতায় দেখা মিলেছে রোদের, তবে তা সাময়িক স্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বর্ষা প্রবেশের পর থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। গত বুধবার থেকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির দেখা মেলে। শুক্রবার থেকে কিছুটা বিরতি মিললেও রবিবার থেকে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও নদিয়া জেলায়। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এই গতি ৪০–৫০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে মঙ্গলবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, আর রবিবার বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম ও মুর্শিদাবাদ।

উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দুই দিনাজপুর ও মালদহেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৫% এবং ন্যূনতম ৮৯% রেকর্ড করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top