রাজ্য – দক্ষিণবঙ্গে বৃষ্টির বিরতি যেন দাহ্য পরিস্থিতি তৈরি করেছে। গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বৃষ্টির দেখা নেই, তার উপরে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে গরমের অস্বস্তি আরও বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
সোমবার আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু অনেক আগেই রাজ্যের উত্তর অংশে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার আগমন ঘটেনি। বর্ষা উত্তরবঙ্গে থমকে রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার মতো অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। পশ্চিম ভারতের শুষ্ক লু এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সংঘাতে গরমের সঙ্গে বাড়ছে অস্বস্তিও। ফলে দিনের তাপমাত্রা যেমন টেকাই দায়, রাতেও মিলছে না স্বস্তি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১২ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা খুবই কম। তবে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ। যদিও সেই বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে রেহাই মিলবে না। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়লেও তা হবে অল্প সময়ের জন্য এবং তাতে গরম কমার আশা কম।
উল্টোদিকে, উত্তরবঙ্গে আগেই প্রবেশ করেছে বর্ষা। তবে সোমবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এর ফলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
সার্বিকভাবে, দক্ষিণবঙ্গের মানুষকে আরও কয়েকদিন গরম ও অস্বস্তির সঙ্গে লড়তেই হবে। বর্ষা যত দেরিতে প্রবেশ করবে, ততই বাড়বে জনজীবনের কষ্ট।




















