রাজ্য – টানা এক সপ্তাহ ধরে চলা বৃষ্টির প্রভাব কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ সরে গিয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে। এর ফলে আগামী দিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী কয়েকদিন চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।
শুক্রবার (১১ জুলাই) মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার (১২ জুলাই) কোনও জেলায় সতর্কতা না থাকলেও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৩ জুলাই পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
১৫ জুলাই মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে; এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি হয়েছে। যদিও উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্রে যাওয়ার উপর কোনও নিষেধাজ্ঞা নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গে বর্তমানে বৃষ্টি কমলেও ১৪ জুলাই থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। ১৫ জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে, ১৬ জুলাই জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে এবং ১৭ জুলাই দার্জিলিং, কালিম্পং সহ পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও হলুদ সতর্কতা জারি হয়েছে।
গত সপ্তাহে দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টিতে বহু জায়গায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়েছিল। বিশেষ করে সোমবার ও মঙ্গলবার কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে দিনরাত বৃষ্টির জেরে যানজট, জলাবদ্ধতা, অফিসপাড়ায় সমস্যার সৃষ্টি হয়। তবে ঝড় না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
