দক্ষিণেশ্বরে রাধাকৃষ্ণ যুগল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অখিল ভারতীয় সনাতন ধর্ম মহাসম্মেলন

দক্ষিণেশ্বরে রাধাকৃষ্ণ যুগল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অখিল ভারতীয় সনাতন ধর্ম মহাসম্মেলন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – দক্ষিণেশ্বর আড়িয়াদহ ফেরিঘাটের সন্নিকটে শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রমে অনুষ্ঠিত হতে চলেছে এক মহা আধ্যাত্মিক উৎসব। রাধাকৃষ্ণ যুগল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত হয়েছে অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্ম মহাসম্মেলন। কাঠিয়া বাবা চ্যারিটেবল ট্রাস্ট, দক্ষিণেশ্বর-এর উদ্যোগে আয়োজিত এই ৮ দিনব্যাপী মহোৎসবের প্রধান আয়োজক অখিল ভারতীয় বৈষ্ণব চতুষ সম্প্রদায়ের শ্রী মহন্ত শ্রী শ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজ।

মহোৎসবে থাকবে বিবিধ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য — ১০৮ শ্রীমদ্ভগবত মূলপাঠ জ্ঞানযজ্ঞ, ১০৮ কুন্তীয় শ্রীশ্রী গোপাল মহাযজ্ঞ, নবদিবসীয় হরিনাম সংকীর্তন, বৃন্দাবনীয় মহারাস লীলা, এবং নানা সাংস্কৃতিক পরিবেশনা।

এই মহাসম্মেলনে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং দেশ-বিদেশ থেকে আগত বিশিষ্ট সাধু-সন্ন্যাসী ও অতিথিদের।

৯ অক্টোবর এক সাংবাদিক সম্মেলনে মন্দির প্রাঙ্গণ থেকে শ্রী শ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজ এবং কাঠিয়া বাবা চ্যারিটেবল ট্রাস্ট দক্ষিণেশ্বরের সম্পাদক দিলীপ পাল জানান, “এই মহোৎসব শুধু আধ্যাত্মিক সাধনার উৎসব নয়, এটি ভক্তি, ঐক্য ও সনাতন ধর্মের মহামিলন।”

সংস্থার আশা, দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটবে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে, যা এক ঐতিহাসিক আধ্যাত্মিক সমাবেশে পরিণত হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top