কলকাতা – বৃহস্পতিবার সকালে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী কাজল। বর্তমানে একটি শুটিংয়ের কাজে কলকাতায় রয়েছেন তিনি। তারই ফাঁকে কাজল দক্ষিণেশ্বরে পৌঁছান দেবীর আশীর্বাদ নিতে।
কাজলের মন্দিরে আগমনের খবর ছড়িয়ে পড়তেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়ে দক্ষিণেশ্বর প্রাঙ্গণ। অনেকেই এক ঝলক অভিনেত্রীকে দেখতে ভিড় জমান মন্দির চত্বরে।
তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও কাজল মুখ খুললেন না তেমন। কেবলমাত্র হাসিমুখে বললেন, “Thank you!”
