কলকাতা – দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠীকে খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত একাদশ শ্রেণির ছাত্রকে। পুলিশ তাকে হাওড়া স্টেশন থেকে আটক করে। শুক্রবার দুপুরে বাগবাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্র মনোজিৎ পরীক্ষা দিয়ে ফেরার পথে সহপাঠী আগরপাড়ার এক ছাত্রের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। পরে মেট্রো স্টেশনের এক্সিট গেটে খাবারের দোকানের সামনে ফের ঝামেলা বাধে।
প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্ত ছাত্র আচমকাই ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে মনোজিতের বুকে একাধিক কোপ মেরে চম্পট দেয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ঘটনার সময় আরও দুই পড়ুয়া উপস্থিত ছিল, তাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এই খুনের ঘটনায় মেট্রো নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। কীভাবে কোনও যাত্রী ছুরি নিয়ে মেট্রোতে প্রবেশ করলেন এবং কেন ব্যাগ পরীক্ষা করা হয়নি – তার কোনও উত্তর মেলেনি কর্তৃপক্ষের কাছে।
