কলকাতা – দক্ষিণ কলকাতা ল’ কলেজে সংঘটিত গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত অধ্যাপক মনোজিৎ মিশ্র এবং দুই ছাত্র জইব ও প্রমিতকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার কলেজ পরিচালন সমিতির বৈঠকে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বজবজের বিধায়ক এবং কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক দেব। তিনি জানান, নির্যাতিতার ন্যায়বিচার ও পুনর্বাসনে কোনো গাফিলতি হবে না, এবং কলেজ কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার সমস্ত ব্যয় বহন করতে প্রস্তুত। এই সিদ্ধান্ত উচ্চশিক্ষা দপ্তরের সাত দফা নির্দেশ অনুসারে গ্রহণ করা হয়েছে।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, মনোজিৎ মিশ্রকে চাকরি থেকে বরখাস্ত করে তাঁর ইতিপূর্বে প্রাপ্ত বেতন ফেরত নেওয়া হবে। পাশাপাশি, যেসব সিকিউরিটি কর্মীরা ঘটনায় যুক্ত ছিলেন, তাদের নিয়োগকারী বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিও বাতিল করা হয়েছে। কলেজ চত্বরের নিরাপত্তা জোরদার করতে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে—ছাত্রছাত্রীদের আইডি কার্ড ছাড়া প্রবেশ নিষিদ্ধ এবং নির্ধারিত সময়ে ক্যাম্পাস খালি করার নির্দেশ জারি হয়েছে। তবে, এই ঘটনার জেরে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, অপরাধীদের শাস্তি হওয়া উচিত, কিন্তু পঠন-পাঠন বন্ধ করাটা সমস্যার সমাধান নয়।




















