দমদম: দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে রাস্তার ধারে বেআইনি হকার উচ্ছেদ করলো পৌরসভা।

দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে রাস্তার ধারের ফুটপাতের বেআইনি দোকান উচ্ছেদ করা হচ্ছে দমদম স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত এই উচ্ছেদ করা হলো পৌরসভার দাবি রাস্তার ধারে বেআইনিভাবে বহু বছর ধরে তারা এখানে বসে ছিল ফলে রাস্তার যানজট হত এবং মানুষজন ফুটপাথ থেকে চলাফেরা করতে পারত না সেই কারণে পৌরসভার পক্ষ থেকে আজ এই উদ্যোগ নেয়া হয় কিন্তু ফুটপাতের দোকানদারদের দাবি এই করোনা পরিস্থিতিতে লকডাউন এর সময় উচ্ছেদ করা হচ্ছে তারা সংসার চালাবে কি করে তারা একটা স্থায়ী সমাধান চাইছে কারণ তাদের ক্ষতি হয়ে গেল।