দক্ষিণ ভারতের তীর্থদর্শনে ভারত গৌরব এক্সপ্রেস, ভাগলপুর থেকে যাত্রা শুরু ২৭ জুলাই

দক্ষিণ ভারতের তীর্থদর্শনে ভারত গৌরব এক্সপ্রেস, ভাগলপুর থেকে যাত্রা শুরু ২৭ জুলাই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – ভারতীয় রেলওয়ে দক্ষিণ ভারতের জনপ্রিয় তীর্থস্থানগুলোতে দর্শনার্থীদের জন্য বিশেষ ট্রেন পরিষেবা চালু করছে। ‘ভারত গৌরব এক্সপ্রেস’ নামের এই ট্রেনটি ২৭ জুলাই বিহারের ভাগলপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং ৭ আগস্ট ফিরে আসবে। ১২ দিনের এই তীর্থযাত্রায় যাত্রীরা তিরুপতি, রামেশ্বরম, মাদুরাই, কন্যাকুমারী এবং মল্লিকার্জুনের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলো দর্শন করতে পারবেন।

বিভিন্ন রাজ্যের মানুষের জন্য এই ট্রেনের যাত্রাপথে রাখা হয়েছে বহু স্টপেজ, যার মধ্যে রয়েছে: জসিডিহ, মধূপুর, বারাকার, ধানবাদ, বোকারো, মুড়ি, রাঁচি, রাউরকেলা, ঝারসুগুড়া, চাম্পা, বিলাসপুর, রায়পুর এবং দুর্গ। ট্রেনটিতে রয়েছে ৭২০টি স্লিপার ক্লাস এবং ৭০টি থার্ড এসি আসন।

আইআরসিটিসি-র এই প্যাকেজে ট্রেন ভ্রমণের পাশাপাশি থাকার (নন-এসি ও এসি), সাইট ভিজিটের জন্য বাস (ইকোনমির জন্য নন-এসি, এসি ক্লাসের জন্য এসি), খাবার, অনবোর্ড গাইড, সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে। যাত্রীরা www.irctctourism.com-এ গিয়ে বুকিংয়ের বিস্তারিত জানতে পারবেন। এছাড়া আইআরসিটিসি-র কলকাতা ও রাঁচি অফিস এবং অনুমোদিত এজেন্টদের মাধ্যমেও টিকিট বুকিং করা যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top