দক্ষিন 24 পরগণা – দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে রবিবার সন্ধ্যায় তৃণমূল নেতার ওপর পরপর গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে জানা গেছে, আহত নেতার নাম সেলিম।
ঘটনার সময় সেলিম এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ করে গোটা এলাকায় লোডশেডিং হয় এবং কিছুক্ষণের মধ্যে একদল দুষ্কৃতী দোকানের ভিতরে ঢুকে তাঁকে লক্ষ্য করে হামলা চালায়। হামলায় সেলিমের হাতে, বুকে ও পিঠে আঘাত লাগে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি পরিকল্পিত হামলা, যেখানে লোডশেডিংও হামলার উদ্দেশ্য অনুযায়ী করা হয়েছে।
হামলার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ সব সম্ভাব্য দিক—রাজনৈতিক দ্বন্দ্ব না ব্যক্তিগত শত্রুতা—খতিয়ে দেখছে। ঘটনার পর এলাকায় ভয়াবহ আতঙ্ক সৃষ্টি হয়েছে।
