সোমবার দত্তপুকুরে বিজেপি সমর্থক খুনের ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থলে এলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এইদিন দত্তপুকুর কাশিমপুর খেজুরতলায় যেখানে গতকাল সোমবার রাতে মন্মথ মন্ডলকে দুষ্কৃতিরা গুলি করে খুন করে,সেই স্থানে আজ আসেন বিজেপি রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র,বিভাগ ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি, বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র এবং ব্যারাকপুর জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়।
ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি পরিবারের সাথে দেখা করতে মৃত মনমতো মন্ডল এর বাড়ি যান বিজেপি নেতৃত্ব,কথা বলে পরিবারের লোকজনের সাথে।বিজেপি নেতৃত্বের দাবি মনমতো মন্ডল সক্রিয় বিজেপি কর্মী ছিলেন,এস সি মোর্চার নেতা ছিলেন তিনি,২রা মে র পর থেকে রাজ্য জুড়ে যে সন্ত্রাস শুরু হয়েছে, এই ঘটনা তার ব্যাতিক্রম নয়।এখানে আইনের শাসন নেই,শাসকের আইন চলছে বলে দাবি ফাল্গুনী পাত্র।তিনি বলেন প্রত্যেকদিন এই ঘটনা প্রতিফলিত হচ্ছে,কোথাও খুন কোথাও ধর্ষণ।
আরও পড়ুন – তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতি,বিক্ষোভে সামিল বাম
পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই,প্রশাসনের কাছে গেলে কোন সুবিচার পাবে না বলে অভিযোগ বিজেপি নের্তৃত্বের। যদিও এই খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মানিক ব্যাপারী নামে ৩৫ বছরের এক যুবককে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩০৭,৩৪ আইপিসি ও ২৫,২৭ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের পুলিশী হেফাজতের আবেদন জানানো হয়েছে আদালতের কাছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান জমিজমা ব্যবসার লেন দেন সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন।
উল্লেখ্য, সোমবার দত্তপুকুরে বিজেপি সমর্থক খুনের ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থলে এলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এইদিন দত্তপুকুর কাশিমপুর খেজুরতলায় যেখানে গতকাল সোমবার রাতে মন্মথ মন্ডলকে দুষ্কৃতিরা গুলি করে খুন করে,সেই স্থানে আজ আসেন বিজেপি রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র,বিভাগ ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি, বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র এবং ব্যারাকপুর জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়।