দত্তপুকুর দীঘা দাসপাড়ায় বিজেপি তৃণমূল সংঘর্ষ,উত্তেজনা এলাকায়

দত্তপুকুর দীঘা দাসপাড়ায় বিজেপি তৃণমূল সংঘর্ষ,উত্তেজনা এলাকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব প্রতিবেদক,উত্তর ২৪পরগণা:- ভোট-পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যে। কখনো তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি আবার কখনো বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল।উত্তর চব্বিশ পরগনা এর ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার রাতে ঘটা ঘটনায় শুক্রবার এলাকায় রয়েছে উত্তেজনা এবং একাধিক ভিন্ন ভিন্ন গোষ্ঠীর একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও বিষোদ্গার। তোলাবাজি, মদ্যপান, সমাজবিরোধী কার্যকলাপ ও ব্যাপক মারধরের অভিযোগ কেন্দ্রিক চাপানউতোরে উত্তেজনা কমছে না। তৃণমূল, বিজেপি এবং বিতর্কিত রাজনৈতিক অবস্থানে থাকা গোষ্ঠীর অভিযোগ পাল্টা অভিযোগে বিষয়টি নিয়েছে জটিল আকার।শুক্রবার ও উত্তেজনার পারদ চড়ছে। প্রাথমিকভাবে দত্তপুকুর থানা এলাকার কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় তৃণমূল কর্মীর বাড়িতে আচমকাই রড ও বাঁশ সহ বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির।অন্যদিকে বিজেপির অভিযোগ তাদের আক্রান্ত হতে হয়েছে তৃণমূলের হাতে।ভোটের পরেই তৃণমূল থেকে টাকা এবং অনুষ্ঠান বাবদ খরচা চাওয়া হয় বলে অভিযোগ। পাল্টা অভিযোগ ও আছে।অভিযোগ,বিকেলে কয়েকজন বিজেপি কর্মী এলাকায় ঢুকে টাকা চায় তৃণমূল কর্মীদের কাছে। তৃণমূলের কর্মীরা দিতে অস্বীকার করায় তাদেরকে রড বাস দিয়ে সজোরে আঘাত করে। সবমিলিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তাল এলাকা।শুক্রবার এনিয়েই এলাকা উত্তাল

এই ঘটনায় কয়েক জন তৃণমূল কর্মী আক্রান্ত হয় রড বাস লাঠির আঘাতে। তারপরেই তাদেরকে বারাসাত হসপিটাল এ আনা হয়। দুজন তৃণমূল কর্মী কে বারাসাত হসপিটাল এ ভর্তি করা হয়েছে বাকি একজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল কর্মীদের।তৃণমূলের অভিযোগ, যারা তাঁদের নামে অভিযোগ তুলছে তাঁরা নিজেদের তৃণমূল পরিচয় দিলেও আদতে বিজেপি তারাই তৃণমূলকে আক্রমণ করে মিথ্যে অভিযোগ করছে। অন্যদিকে স্থানীয় কাশেমপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য নিখিল দাসের বিরুদ্ধে অভিযোগ তুলছে নিজেদের তৃণমূল দাবী করে। নিখিল দাসের নেতৃত্বে মারধরের অভিযোগ উঠলেও নিখিল দাসের বক্তব্য, বিজেপি ও আর এস এস কর্মীরা তোলাবাজি, ডাকাতি ও মদ্যপান করে এলাকার শান্তি বিঘ্নিত করছে। আক্রান্তরা নিখিল দাসের অভিযোগ নস্যাৎ করে আক্রমণ ও মহিলা নিগ্রহের অভিযোগ এনেছে। সবমিলিয়ে রাজনৈতিক অবস্থান নিয়ে জটিলতা জটিলতর হয়েছে দত্তপুকুর থানা এলাকার ঘটনায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top