গাছ কাটা রুখতে বন দফতর দেখভালের দায়িত্ব দিলো পৌরসভাকে

গাছ কাটা রুখতে বন দফতর দেখভালের দায়িত্ব দিলো পৌরসভাকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দফতর

গাছ কাটা রুখতে বন দফতর দেখভালের দায়িত্ব দিলো পৌরসভাকে।  গাছ কাটা রুখতে পৌরসভাকে বন দেখভালের দায়িত্ব দিল বন দফতর। জানা গিয়েছে,  উত্তর দিনাজপুরের  রায়গঞ্জের দেবীনগরে কুলিক নদীর বাধ সংলগ্ন এলাকায় একটি বনাঞ্চলে রাতারাতি গাছ কেটে নিয়ে যাচ্ছিল অজানা দুস্কৃতি দল।

 

অভিযোগ, রাতের অন্ধকারেই   নদী পথেই সেগুন, আকাশমনী, মেহগনী সহ একাধিক দামী গাছ উধাও হয়ে যাচ্ছিল। গোপন সুত্রে খবরের ভিত্তিতে তদন্তে নামে রায়গঞ্জের বন বিভাগ। ওই এলাকা থেকে সেগুন সহ অন্যান্য  ধরনের বেশ কয়েকটি গাছের গাছের কাটা অংশ উদ্ধার করে বন দফতর।

 

আর ও পড়ুন    আগামিকাল থেকে শুরু হচ্ছে লোকাল ট্রেন, ট্রেনে উঠতে গেলে কী কী মাথায় রাখতে হবে, জানুন

 

বন দফতর সুত্রে জানা গিয়েছে ওই জমি একটি অর্থলগ্নি সংস্থার ছিল। কিন্তু বর্তমানে এখন কে বা কারা মালিক তা জানা নেই। আর এরপরেই ওই বনভুমি রক্ষার জন্য রায়গঞ্জ পৌরসভার ২৭নং ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলরকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

ওই কাউন্সিলর বলেন, , “স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। পৌরসভার পক্ষ থেকে ফেনসিং দিয়ে ওই বনভুমি পিকনিক স্পট করা যায় কিনা তা দেখা হচ্ছে। এতে এলাকার উন্নতি হবে।” গাছ কাটা রুখতে এখন থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

 

উল্লেখ্য, গাছ কাটা রুখতে বন দফতর দেখভালের দায়িত্ব দিলো পৌরসভাকে।  গাছ কাটা রুখতে পৌরসভাকে বন দেখভালের দায়িত্ব দিল বন দফতর। জানা গিয়েছে,  উত্তর দিনাজপুরের  রায়গঞ্জের দেবীনগরে কুলিক নদীর বাধ সংলগ্ন এলাকায় একটি বনাঞ্চলে রাতারাতি গাছ কেটে নিয়ে যাচ্ছিল অজানা দুস্কৃতি দল।  অভিযোগ, রাতের অন্ধকারেই   নদী পথেই সেগুন, আকাশমনী, মেহগনী সহ একাধিক দামী গাছ উধাও হয়ে যাচ্ছিল। গোপন সুত্রে খবরের ভিত্তিতে তদন্তে নামে রায়গঞ্জের বন বিভাগ।

 

ওই এলাকা থেকে সেগুন সহ অন্যান্য  ধরনের বেশ কয়েকটি গাছের গাছের কাটা অংশ উদ্ধার করে বন দফতর।বন দফতর সুত্রে জানা গিয়েছে ওই জমি একটি অর্থলগ্নি সংস্থার ছিল। কিন্তু বর্তমানে এখন কে বা কারা মালিক তা জানা নেই। আর এরপরেই ওই বনভুমি রক্ষার জন্য রায়গঞ্জ পৌরসভার ২৭নং ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলরকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top