শিলিগুড়িতে দমকলের স্টেশনের পাশেই ভয়ঙ্কর অঙ্গীকাণ্ড। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখার দাপটে জখম এক। দমকলের তৎপরতায় বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকা। জানা গিয়েছে সোমবার সন্ধ্যার পর শিলিগুড়ি এসএফ রোড এলাকায় দমকল স্টেশনের পার্শ্ববর্তী একটি ফাস্ট ফুডের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিসংযোগ হয়ে নিমেষে পুরো দোকানটি আগুনের কবলে চলে আসে। ওই ফাস্ট ফুডের দোকানে প্রচুর দাহ্য বস্তু মজুদ থাকায় নিমেষে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের রূপ নেয়। স্থানীয়রা আতঙ্কে নিজ নিজ দোকানপাট ছেড়ে খোলা রাস্তায় নেমে আসে। ওই দোকানে মজুদ ছিল চার থেকে পাচঁটি গ্যাস সিলিন্ডার। যা থেকে আগুন বিধ্বংসী রূপ নেওয়ার আশঙ্কা তৈরী হয়।
তবে পাশেই এসএফ রোড দমকল স্টেশন থাকায় তড়িঘড়ি এসে পৌছায় দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা উত্তম সাহা বলেন দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।মূলত রেস্তোরাঁয় খাবার তৈরি করতে দমকল অতি তৎপরতার সঙ্গে সক্রিয় ভাবে আগুন নেভানোর কাজে লেগে পড়ে। যার জেরেই এলাকা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। দমকলের ২৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সাহা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন যেখানে সেখানে গজিয়ে উঠেছে রেঁস্তোয়া। যার কোনো ফায়ার সেফটি লাইসেন্স নেই। বিষয়টি নিয়ে পুরনিগমের সঙ্গে কথা বলবো। একসঙ্গে এতগুলো সিলিন্ডার মজুদ করে রাখা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন – ভরসন্ধেয় তিলোত্তমায় জোড়া খুন, উদ্ধার হলো দম্পতির রক্তাক্ত দেহ
উল্লেখ্য, শিলিগুড়িতে দমকলের স্টেশনের পাশেই ভয়ঙ্কর অঙ্গীকাণ্ড। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখার দাপটে জখম এক। দমকলের তৎপরতায় বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকা। জানা গিয়েছে সোমবার সন্ধ্যার পর শিলিগুড়ি এসএফ রোড এলাকায় দমকল স্টেশনের পার্শ্ববর্তী একটি ফাস্ট ফুডের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিসংযোগ হয়ে নিমেষে পুরো দোকানটি আগুনের কবলে চলে আসে। ওই ফাস্ট ফুডের দোকানে প্রচুর দাহ্য বস্তু মজুদ থাকায় নিমেষে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের রূপ নেয়। স্থানীয়রা আতঙ্কে নিজ নিজ দোকানপাট ছেড়ে খোলা রাস্তায় নেমে আসে। ওই দোকানে মজুদ ছিল চার থেকে পাচঁটি গ্যাস সিলিন্ডার।
যা থেকে আগুন বিধ্বংসী রূপ নেওয়ার আশঙ্কা তৈরী হয়। তবে পাশেই এসএফ রোড দমকল স্টেশন থাকায় তড়িঘড়ি এসে পৌছায় দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা উত্তম সাহা বলেন দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।মূলত রেস্তোরাঁয় খাবার তৈরি করতে দমকল অতি তৎপরতার সঙ্গে সক্রিয় ভাবে আগুন নেভানোর কাজে লেগে পড়ে। যার জেরেই এলাকা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। দমকলের ২৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সাহা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন যেখানে সেখানে গজিয়ে উঠেছে রেঁস্তোয়া। যার কোনো ফায়ার সেফটি লাইসেন্স নেই। বিষয়টি নিয়ে পুরনিগমের সঙ্গে কথা বলবো। একসঙ্গে এতগুলো সিলিন্ডার মজুদ করে রাখা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।