নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৬ জানুয়ারি, দমকলে অসাধারণ কাজের সৌজন্যে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন তিন দমকলকর্মী। রবিবার তাদের নাম ঘোষণা করলেন রাজ্য সরকারের দমকল বিভাগের ডিজি জগমোহন। তিনি জানিয়েছেন, “ভালো কাজের সুবাদে স্টেশন অফিসার গোপাল চন্দ্র চৌধুরী, ফায়ার অফিসার দীপঙ্কর দাস, ফায়ার অপারেটর প্রতাপ কুমার বোসকে রাষ্ট্রপতি পুরস্কার তুলে দেওয়া হবে”। এই তিনজনকে অভিনন্দন জানিয়েছেন দমকলের ডিজি।
বড় কোন অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে থার্মাল ইমেজ ক্যামেরার ব্যবহার বাড়াতে চলেছে দমকল দপ্তর। রবিবার, দমকলের ডিজি জগমোহন জানিয়েছেন, “বড় আগুনের ক্ষেত্রে সেই আগুন কতটা ভয়াবহ তার প্রাথমিক ধারণা করতে ব্যবহার করা হয় থার্মাল ইমেজ ক্যামেরা। আগামী দিনে এই ক্যামেরার ব্যবহার আরও বাড়ানো হবে। এতে অনেক নিরাপদ ভাবে এবং পরিকল্পনা করে কাজ করতে পারবে দমকল।”একই সঙ্গে ডিজি জানান, বেসিক সুবিধা আরও মজবুত করা হবে।
দমকলে অসাধারণ কাজের সৌজন্যে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন তিন দমকলকর্মী
দমকলে অসাধারণ কাজের সৌজন্যে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন তিন দমকলকর্মী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram