অশনি ঝড় নিয়ে দমকল মন্ত্রীর মিটিং । অশনি ঝড় নিয়ে আজ দমকল মন্ত্রী সুজিত বোস তার আধিকারিকদের নিয়ে বিকাশ ভবনের দমকল দফতরে মিটিং করেন।মিটিং শেষে সুজিত বোস জানান, যতগুলো ফায়ার স্টেশন আছে রাজ্যে প্রায় ১৫৪ টি প্রত্যেকটি ফায়ার স্টেশন কে এলার্ট করা আছে।সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে কোস্টাল এলাকায় যে ফায়ার স্টেশন গুলো আছে সেগুলোকে আমরা বলেছি ভালো করে ব্যবস্থা রয়েছে। যা যা ইকুবমেন্ট থাকা দরকার সেগুলো সেখানে দেওয়া হয়েছে।
২৪ ঘন্টা নজরদারি রাখতে বলেছি।লালবাজারের সাথে আমাদের যে কন্ট্রোল রুম আছে তার সাথে আমাদের যোগাযোগ রয়েছে।আমরা সব রকম ব্যবস্থা নিয়ে তৈরি আছি।আগুন ছাড়াও কোথাও জল জমে গেলে পাম্পের সাহায্য লাগে আমাদের নিজস্ব যে পাম্পের ব্যবস্থা আছে সেই পাম্প আমরা তৈরি রেখেছি। ১৬০ এর ওপর পাম্প আমরা ডেপ্লয়ড করে দিয়েছি।
নিজস্ব কন্ট্রোল রুম আট টি জায়গায় আছে ।সেখানেই যোগাযোগ করা যাবে।ফায়ার স্টেশন নাম্বারে যোগযোগ করতে পারবে ।কোস্টাল এলাকায় ও ফায়ার স্টেশন রয়েছে সেখানের নাম্বারে যোগাযোগ করা যাবে।
আর ও পড়ুন আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের মূল পাণ্ডা গ্রেফতার
উল্লেখ্য, অশনি ঝড় নিয়ে দমকল মন্ত্রীর মিটিং । অশনি ঝড় নিয়ে আজ দমকল মন্ত্রী সুজিত বোস তার আধিকারিকদের নিয়ে বিকাশ ভবনের দমকল দফতরে মিটিং করেন।মিটিং শেষে সুজিত বোস জানান, যতগুলো ফায়ার স্টেশন আছে রাজ্যে প্রায় ১৫৪ টি প্রত্যেকটি ফায়ার স্টেশন কে এলার্ট করা আছে।সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে কোস্টাল এলাকায় যে ফায়ার স্টেশন গুলো আছে সেগুলোকে আমরা বলেছি ভালো করে ব্যবস্থা রয়েছে। যা যা ইকুবমেন্ট থাকা দরকার সেগুলো সেখানে দেওয়া হয়েছে।
২৪ ঘন্টা নজরদারি রাখতে বলেছি।লালবাজারের সাথে আমাদের যে কন্ট্রোল রুম আছে তার সাথে আমাদের যোগাযোগ রয়েছে।আমরা সব রকম ব্যবস্থা নিয়ে তৈরি আছি।আগুন ছাড়াও কোথাও জল জমে গেলে পাম্পের সাহায্য লাগে আমাদের নিজস্ব যে পাম্পের ব্যবস্থা আছে সেই পাম্প আমরা তৈরি রেখেছি। ১৬০ এর ওপর পাম্প আমরা ডেপ্লয়ড করে দিয়েছি।
নিজস্ব কন্ট্রোল রুম আট টি জায়গায় আছে ।সেখানেই যোগাযোগ করা যাবে।ফায়ার স্টেশন নাম্বারে যোগযোগ করতে পারবে ।কোস্টাল এলাকায় ও ফায়ার স্টেশন রয়েছে সেখানের নাম্বারে যোগাযোগ করা যাবে।