আজ থেকে রাজ্যে শুরু হবে দমকা বাতাস সহ ঝড়ো হাওয়া। ঘুর্ণিঝড় ‘গুলাব’ এর প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টিতে ভাসতে চলেছে চলেছে রাজ্য। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তের প্রভাবে মঙ্গল ও বুধবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ–সহ ভারী বৃষ্টি হতে পারে। রাজ্যের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার গতি বাড়বে।
রাজ্যের উপকূলের দুই জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া দিতে পারে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জানা গিয়েছে, ঘূর্ণাবর্তটি সোমবার মায়ানমার উপকূলের কাছে অবস্থান করছে। তা ধীরে ধীরে বাংলার দিকে এগোচ্ছে। যার জেরে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায়।
আর ও পড়ুন আজ থেকে রাজ্যে শুরু হবে দমকা বাতাস সহ ঝড়ো হাওয়া
মঙ্গলবার কলকাতা–সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগণায়। আবার বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে। সঙ্গে থাকবে দমকা হাওয়া।
ভারী বৃষ্টির কারণে নদীতে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। নিচু এলাকায় জল জমার জোরালো সম্ভাবনা রয়েছে। বাজ পড়লে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই দুই দিন সমুদ্র উত্তাল তাহাকার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য,ঘুর্ণিঝড় ‘গুলাব’ এর প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টিতে ভাসতে চলেছে চলেছে রাজ্য। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তের প্রভাবে মঙ্গল ও বুধবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ–সহ ভারী বৃষ্টি হতে পারে। রাজ্যের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার গতি বাড়বে। রাজ্যের উপকূলের দুই জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া দিতে পারে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জানা গিয়েছে, ঘূর্ণাবর্তটি সোমবার মায়ানমার উপকূলের কাছে অবস্থান করছে। তা ধীরে ধীরে বাংলার দিকে এগোচ্ছে। যার জেরে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায়।