নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২২ মার্চ, শনিবার রাট থেকে দমকা হাওয়ার সাথে বৃষ্টি।দমকা হাওয়ায় সল্টলেকে উল্টে পড়ল যাত্রী প্রতীক্ষালয়। সল্টলেক সেক্টর ফাইভে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, রাট সাড়ে আটটা নাগাদ ঝোড়ো হাওয়ায় সেক্টর ফাইভে আর এস সফটওয়্যার-এর কাছে উল্টে পড়ে যায় যাত্রী প্রতীক্ষালয়।করোনার জেরে রাস্তাঘাট শুনশান থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় নিত্যযাত্রীরা।ঘটনার খবর পেয়ে বিধান নগর ট্রাফিক বিভাগ থেকে সরিয়ে ফেলা হয় রাস্তার ওপর উল্টে পড়া যাত্রী প্রতীক্ষালয়টি।উল্লেখ্য আজ সকাল থেকেও জনতা কার্ফুর জেরে জনশূন্য সল্টলেক চত্বর।